মনিরামপুরে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন সম্পন্ন

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫ ০৮:১৪

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫ ০৮:১৪

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

মনিরামপুর (যশোর)প্রতিনিধি।। মনিরামপুরে উৎসবমূখর পরিবেশে বিএনপির তিনটি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। স্ব স্ব ইউনিয়নে গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

জানাযায়, যশোর জেলা বিএনপির নির্দেশনা মোতাবেক শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও বিরতিহীনভাবে এ ৩টি ইউনিয়নের ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন ভোটাররা।
৩টি ইউনিয়নে যথাক্রমে ৩নং ভোজগাতী ইউনিয়নে সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ১৭ নং মনোহরপর ইউনিয়নে সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, সাধারণ সম্পাদক নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক কোরবান আলী এবং ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এ নির্বচনের সার্বিক দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য কমিটির প্রাথমিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।




আপনার মূল্যবান মতামত দিন: