মনিরামপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পথসভা 

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৮

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৮

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর) প্রতিনিধি।। নেতৃত্ব নিয়ে নিজেদের রেসারেসি বাদ দিয়ে যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির দু’গ্রুপের সাংগঠনিক ঐক্যবদ্ধ পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শ্যামকুড় ইউনিয়ন বিএনপির আয়োজনে চিনাটোলা বাজারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় ঐক্যবদ্ধ হয়ে মঞ্চে উঠেছেন দু’প্রুপের নেতারা। যার কারনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব সঞ্চার হয়ে ঐক্যবদ্ধ পথসভা নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পরিনত হয় জনসভায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মাদ মুছা ও বর্তমান সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ^াস, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেন।




আপনার মূল্যবান মতামত দিন: