
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে মাদকাসক্তসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম খলিলুর রহমানের পদসহ প্রাথমিক সদস্য স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার বিকেলে যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে মাদকাসক্ত এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগ ছিল। যা তদন্তে অভিযোগসমুহ প্রমানিত হওয়ায় জেলা বিএনপির সর্ব সম্মতিক্রমে খলিলকে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের পদসহ প্রাথমিক সদস্য স্থগিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে খলিলের সাথে এখন থেকে দলের কোন বিষয় নিয়ে নেতাকর্মীদের যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি খলিলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করে, আর তাতে যদি বিএনপির কেউ হস্তক্ষেপ করে তার বিরুদ্ধেও দলিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন জানান, শুধু খলিল নয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্মকান্ডে যতবড় নেতাই জড়িত থাকুকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জিএম খলিলুর রহমান জানান, তার পদ স্থগিতের খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে কোন চিঠি তিনি এখনও হাতে পাননি।

আপনার মূল্যবান মতামত দিন: