যশোর-৫ আসনটি জমিয়তকে ছেড়ে দেওয়ায় মনিরামপুরে বিএনপির বিক্ষোভ

সমসাময়িক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৯

সমসাময়িক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৯

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মোঃ শাহ্ জালাল।। যশোর-৫ মনিরামপুর আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির হাজারো নেতাকর্মী।ইতোপূর্বে এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়।

কিন্তু বুধবার এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবেদীন। এ ঘোষনার পরপরই উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে দলিয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আক্তার খান, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর প্রমুখ। সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ আসনে বিজয়ী হতে হলে জমিয়তের গণবিচ্ছিন্ন যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসের পরিবর্তে বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা শহীদ ইকবালকে মনোনীত করতে হবে। এ ব্যাপারে প্রতিক্রীয়া জানতে সদ্য ঘোষিত প্রার্থী জমিয়তের রশিদ বিন ওয়াক্কাস মোবাইল ফোনে বলেন, আমি ঢাকায় অধাছি। বিএনপি বিক্ষোভ করবে এটা স্বাভাবিক। জোটের(জমিয়ত) পক্ষ থেকে বিএনপি আমাকে মনোনয়ন(প্রার্থী) দিয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।




আপনার মূল্যবান মতামত দিন: