মণিরামপুর প্রবাসী পরিষদ” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি- শরিফুল, সম্পাদক- শেখ সাইফুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১ ০৭:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১ ০৭:১৩

ছবি সমসাময়িক

নিউজ ডেস্ক।।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যশোর জেলার মণিরামপুর উপজেলার প্রবাসীদের নিয়ে বহু বছর একত্রে কাজ করে যাচ্ছেন মনিরামপুরের সাবেক এক ছাত্রনেতা ডিঃ এম শরিফুল ইসলাম। বিভিন্ন সময়ে প্রবাসীদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। কারো কোন সমস্যা হলে তার সমাধান বের করার প্রাণপণ চেষ্টা করে চলেছেন এই নেতা শরিফুল ইসলাম । প্রতিনিয়ত তারা ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করেন। এবং শুনেন একে অন্যেরে সমস্যা ও সুখ-দুঃখের কথা গুলো । তাদের দীর্ঘদিনের এই পথ চলাকে আরো বেগবান করে একত্রিত একটি শক্তিতে রুপান্তরিত করতে গত ৯ই ফেব্রুয়ারি ২০২১ইং, ৪১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করেন দুই মাসের জন্য। প্রস্তুতি কমিটি মেয়াদ শেষ হওয়ার আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক "প্রবাসী পরিষদ মণিরামপুর" এর গত ১৮ই মার্চ বিশেষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ০৯ই ফেব্রুয়ারী ২০২১ইং গঠিত হয় ৪১ সদস্য বিশিষ্ট মণিরামপুর প্রবাসী পরিষদের বর্তমান প্রস্তুতি কমিটি ভেঙ্গে নতুন ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটির মিটিং শেষে প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও সভার সভাপতি প্রবাসী শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল বাবু সহ সভার সকল সদস্যদের অনুমতি ক্রমে প্রস্তুতি কমিটি ভেঙে নতুন করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শনিবার ২০শে মার্চ ২০২১ইং বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ থেকে রাত ৯ টা পর্যন্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসীদের মেসেঞ্জারে ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার কথা থাকলেও সভাপতি পদে দ্বিতীয় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন ডিঃ এম শরিফুল ইসলাম। এবং সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে ম্যাসেঞ্জার গ্রুপে ভোটের মাধ্যমে শেখ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উক্ত সাধারণ সম্পাদক পদে বাকি তিন প্রার্থী ছিলেন উজ্জ্বল বাবু, নাজমুল হোসেন ও মেহেদী। উক্ত নির্বাচনী কার্যক্রম মনিটরিং শেষে মণিরামপুর প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন লাভলু ডিঃ এম শরিফুল ইসলাম'কে সভাপতি( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও শেখ সাইফুল ইসলাম'কে সাধারণ সম্পাদক (ভোটের মার্ধমে নির্বাচিত) করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন আগামী ২ বছরের জন্য। কমিটির অন্য অন্য সদস্যরা হলেন ১।সহ-সভাপতি- মুন্না রশিদ, ২। সহ-সভাপতি- রুহল আমিন ৩।সহ-সভাপতি ফারুক হোসেন( বাকোশপোল) ৪। সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫। সহ-সভাপতি উজ্জ্বল বাবু। সাধারণ সম্পাদকঃ শেখ সাইফুল ইসলাম । ১। যুগ্ম - সম্পাদক মোঃআকরাম হোসেন ২। যুগ্ম-সম্পাদক, ২। মোঃ জাকির হোসেন, ৩।যুগ্ম-সম্পাদক মোঃফারুক হোসেন (গাংড়া) ৪। যুগ্ম-সম্পাদক শ্রী সুব্রত কুমার রায় ৫। যু্গ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম লিপু, ৬। যুগ্নসম্পাদক হোসেন আলী। সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আখতারুজ্জামান, ১। সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান, ২। সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ ৩। সহ-সাংগঠনিক সম্পাদক জি এম নাজিম উদ্দিন। অর্থ সম্পাদক: মেহেদী হাসান বুলবুল , ধর্ম বিষয়ক সম্পাদক: নুরুজ্জামান (মঙ্গল) দপ্তর সম্পাদকঃ বাবলু রহমান, প্রচার সম্পাদক : মোঃ মোস্তফা কামাল, শিক্ষামূলক সম্পাদক: মারুফ হোসেন, সমাজ সেবা সম্পাদক: বাবু আনান, তথ্য প্রযুক্তি সম্পাদক : মোঃ মোজ্জাফর হোসেন, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যোগাযোগ সম্পাদক: মোঃ মেহেদী হাসান, শ্রম সম্পাদক: মোঃ নিশান আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক: বাবু, সদস্য সচিব- টিটোন বিশ্বাস। এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন নাজমুল হোসেন, শফিকুল ইসলাম (শফি) , নরুবনী, আমানউল্লা গাজী, শ্রী উত্তম দাস, বিল্লাল হোসেন তরিকুল ইসলাম সজল, রকি,ওবাদুল ইসলাম, বাবু, রেজাউল করিম, রাসেল, শরিফুল, রুবেল, ইসরাফিল, মিটু কুমার দাস, ভইমদাদুল, আলমগীর হোসেন, নাইম, রাকিব, রিপন, মিলন, মহাসিন, রাজু আম্মহদ, মোশারফ হোসেন, সোহাগ, ইব্রাহীম আবির, ইনামুল, রোমেল, নূরনবী, আশিকুর, আমিনুর হাবিবুর, খলিল, সাইফুল, মিন্টু, জাহিদুল, বাবু, তাইজুল, রাজু, শামীম, মিলন, জাহাঙ্গীর, তহিদুর, আজারুল, আছাদ, শফিক, আলাউদ্দিন, কামাল, রাশেদ, ছালাম, আউব, হোসেন, আউব আলি, আলাল মাসুম, হাসান, উবাদুল,জালাল,সিনটু, রউফ, হাফিজুর, পাপন, হাননান, জাকির, মহিদুল, জিয়াউর রহমানজ জাঙ্গাগীর হোসেন, সালাম, রাজু আমহদ প্রমূখ ।


আপনার মূল্যবান মতামত দিন: