কুমারখালীতে নবাগত এসিল্যান্ড শাহীদুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২ ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২ ১৭:২৮

ছবি সমসাময়িক
মোঃ সবুজ হোসেন কুমারখালী (কূষ্টিয়া) প্রতিনিধি।।  কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৪০-তম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ শাহীদুল ইসলাম যোগদান করেছেন। গতকাল ১৯ জানুয়ারী বুধবার কুমারখালীতে এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। উপজেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বুধবার যোগদানের পর দুপুরে তিনি কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কার্যালয়ে এসে কুশলাদি বিনিময় করেন। এ সময় ইউএনও তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায়। পরে নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ের সব কর্মচারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ইউএনও। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো শেখ মাহামুদুল করীম, ভূমি অফিসের নাজির শহিদুল ইসলাম সহ সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিসিএস ৩৬-তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ১৬ জানুয়ারি এসিল্যান্ড হিসেবে পদন্নোতি পাওয়ার পর গতকাল কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে যোগদান করেন। কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পূর্বে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন। সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীমকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আর,ডি,সি হিসেবে পদায়ন করা হয়েছে। তার জায়গায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শাহিদুল ইদলাম। উপজেলার নবাগত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীদুল ইসলাম বলেন, পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ভূমি অফিস গুলো ডিজিটালাইজেশন করার জন্য খুব দ্রুতই কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: