কবি অলিয়ার রহমানের কবিতা "শিশিরের জল"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ০৭:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ০৭:১৩

ছবি সমসাময়িক
[gallery ids="1299"]

শিশিরের জল অলিয়ার রহমান

আমাদের সেই ছোট্ট গ্রামটিতে - শিশির পড়তে শুরু করেছে অহনা, হাজার হাজার মুক্তোর পাহাড়ে নীল অপরাজিত ফুলগুলো চোখ মেলে চেয়ে থাকে রোজ। পাহাড়ের নীচ দিয়ে বয়ে চলা নদীটি প্লাবিত পানির চাপ মুছে ফেলে দিয়ে ফিরতে শুরু করেছে - আমাদের চিরচেনা আঁকাবাকা রূপে - যার স্বচ্ছ জলের নীচের রূপালী বালুকণারাও আমাদের বহু শীতের বন্ধু হয়ে আছে। অপর পাশের সেই মাছ ধরা ডোবাটি ছেয়ে গেছে অদ্ভুত কারুকাজ করা কচুরির ফুলে। আমাদের সেই ছোট্ট গ্রামটিতে - অতিথী পাখিদের আগমনী গান বাজতে শুরু করেছে, দিগন্ত জোড়া দখিনের মাঠটিতে ঘোমটা খুলতে শুরু করেছে হলুদ ভালবাসা, মটরশুটি বড় হচ্ছে আমাদের কথা ভেবে, গাছিরা রসের উপযোগী করে তুলেছে খেজুরের গাছ। আমাদের সেই একতলা বাড়ীর ছাদে কৃষ্ণপক্ষের মানভাঙা চাঁদ আবার মায়াবী হতে শুরু করেছে - গভীর রাতের সেই লক্ষী পেঁচাটিও আগের মত ডেকে যায় ব্যথিত গলায়। একরাশ মুগ্ধতা নিয়ে বহু আগে ফেলে আসা নতুন শীতের ব্যাকুলতা ফিরে এসেছে আমার মনের পৃথিবীতে। আমাদের সেই ছোট্ট গ্রামটিতে আর একবার ফিরে আসবে অহনা? জীবনের এই রক্তিম অপরান্হে আর একবার ফিরে যায় শিশিরের কাছে - যে শিশির আমাদের কথা ভেবে আকাশের চোখ বেয়ে নেমে আসে রোজ!! আমরা আর একবার ছাদে গিয়ে চেয়ে দেখি পঞ্চমীর চাঁদ - দু'জোড়া চোখের সবটুকু অভিমান মিশে যাক শিশিরের জলে।


আপনার মূল্যবান মতামত দিন: