জীবনের স্বপ্নগুলো আজ ডানাভাঙ্গা পাখী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১ ২০:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১ ২০:২৬

ছবি সমসাময়িক
 

মোঃ শা হ্ জা লা ল।।

একসময় জীবনকে মনে হয় বহতা নদী। ইচ্ছে হলে ইচ্ছে মতো সেই নদীর জন্য গান গাই, কবিতা লিখি। কিন্তু এখন মনে হয় জীবন একটি বদ্ধ জলাশয়, মৃত্যু পর্যন্ত এখানেই আমাকে আবদ্ধ থাকতে হবে, এখান থেকে আমার মুক্তি নেই। তাই হয়তো আমার স্বপ্ন গুলো অপূর্ণ রয়ে যাবে। শুধু বেঁচে রবো আমি তবে ইট পাথরের মতো জড় বস্তু হয়ে! একটা সময় ছিলো জীবনকে মনে হতো অনেক রঙ্গীন। মনে হতো জীবন যেন লাল,নীল ও সবুজের মেলা। জীবনের স্বপ্নগুলো যেন নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া শুভ্র বলাকা। এখন জীবনকে মনে হয় একেবারে বর্ণহীন। জীবন যেন বিগত বসন্তের ঝরে যাওয়া শুকনো পাতা, আর জীবনের স্বপ্নগুলো যেন ডানাভাঙ্গা পাখী। কারণ জীবনকে তখন দেখেছিলাম স্বপ্নের চোখে, আর এখন দেখি বাস্তবতার আয়নায়। আসলে স্বপ্ন এবং কল্পনার মাঝে বাস্তবতা,দু’য়ের মাঝে কী দুস্তর ব্যবধান! সত্যি জীবন কখনো বহতা নদী, কখনো শুকিয়ে যাওয়া নদী। জীবনে কখনো থাকে আলো, কখনো অন্ধকার। জীবনের আকাশ কখনো স্বচ্ছ নীল,কখনো মেঘাচ্ছন্ন। জীবনের পথ কখনো সরল,সমতল;কখনো আঁকা-বাঁকা, উঁচু-নীচু।প্রকৃতির মত জীবনেরও আছে নানা ঋতু,বিভিন্ন রূপ। তাই জীবনের কোমল-কঠিন দু'টো রূপই আমাকে বরণ করে নিতে হবে হাসিমুখে। জীবনের সরল-সমতল পথে যেমন আমাকে চলতে হবে,তেমনি চলতে হবে জীবনের আঁকা-বাঁকা ও উঁচু-নীচু পথেও। শুধু দেখতে হবে, জীবনের লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে কখনো। আমাকে যিনি জীবন দান করেছেন এবং দান করেছেন জীবনের পথে চলার শক্তি তাঁকে যেন বিস্মৃত না হই কখনো। হে দয়াময় রক্ষা করো মোরে! শক্তি দেও আমারে।।


আপনার মূল্যবান মতামত দিন: