কাজল কালো চোখ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৪

ছবি সমসাময়িক
‘কাজল’ বিষয়টির সঙ্গে আমাদের শত শত বছরের বন্ধন। চোখ রাঙাতে কাজলের ব্যবহার ঠিক কবে শুরু হয়েছিল আমাদের এ অঞ্চলে, তার কোনো বিবরণ পাওয়া যায় না। কিন্তু নারী–পুরুষভেদে ‘কাজল’ নামের ব্যবহার কিংবা কবিতা ও গানে কাজলের বহুল উল্লেখে মনে করা যায়, সজ্জার উপকরণ হিসেবে কাজল এ অঞ্চলে বহুকাল ধরেই ব্যবহৃত হয়। বাঙালি সাজে কাজলের আবেদন চিরদিনের। ব্যবহারের ধরনে কিংবা কাজলের রঙে হয়তো ভিন্নতা এসেছে। কিন্তু ফ্যাশনসচেতন তরুণীদের কাছে কাজলের চাহিদা কখনোই কমেনি।
এখন কীভাবে, কোন ঢঙে কাজল দেওয়ার ফ্যাশন চলছে, তা জানিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী। কালো রঙের কাজল তো সব সময়ই দেওয়া হয়। সঙ্গে সবুজ, নীল বা ধূসর রঙের কাজল মিশিয়ে দেওয়ার ধরনটি এখন বেশ জনপ্রিয়। দুটি রঙের কাজল ও পাপড়িতে ঘন করে মাশকারা দিয়ে নিলে চোখজোড়া দারুণ সুন্দরভাবে ফুটে উঠবে। হাল ফ্যাশনে লেন্স পরার চলও খুব দেখা যাচ্ছে। কন্টাক্ট লেন্সের সঙ্গে রং মিলিয়ে কাজল দিলেও ভালো দেখাবে। এতে লেন্সের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন ফারজানা মুন্নী।
কালো রঙের কাজল মানায় যেকোনো রঙের লেন্সের সঙ্গে
কালো রঙের কাজল মানায় যেকোনো রঙের লেন্সের সঙ্গে
ছবি: কবির হোসেন
কালো রঙের কাজল মানায় যেকোনো রঙের লেন্সের সঙ্গে। এখন ক্যাট আই, উইং আই, ডাবল উইং আই, ফিশ আই স্টাইলে চোখ আঁকা হচ্ছে। কালো কাজল দিয়ে এ ধরনের স্টাইল করা যেতে পারে। শুধু বুঝে নিতে হবে কোন আকৃতির চোখে কীভাবে কাজল দিলে মানায়। কাউকে বেশি টেনে কাজল পরলে ভালো দেখায়, কাউকে মানায় চিকন করে দিলে, কাউকে আবার সুন্দর দেখায় মোটা করে লাইন টানলে। টেনে কাজল দিলে সাধারণত চোখটা একটু বড় দেখায়।
চোখ বড় দেখানোর জন্য চোখের নিচে সাদা কাজলও ব্যবহার করা যেতে পারে। কাজল দেওয়ার পরপর চোখে যে রঙের শেড ব্যবহার করবেন, তা চোখের নিচে হালকাভাবে মিশিয়ে দিলেও দেখতে ভালো লাগে। এখন অনেকে চোখের পাতায় মোটা করে কাজলের রেখা টানছেন। নিচে পুরো চোখে না দিয়ে কেবল কোনায় অল্প একটু অংশে কাজল দিচ্ছেন। বাকি অংশে সাদা কাজল বা শেড দিয়ে পূরণ করছেন। এমন স্টাইলেও মন্দ লাগে না।
ট্রেন্ড কী চলছে, তারচেয়ে নিজেকে কোনটায় মানায়, সেদিকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত
ট্রেন্ড কী চলছে, তারচেয়ে নিজেকে কোনটায় মানায়, সেদিকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত
ছবি: কবির হোসেন
ক্যাট আই, উইং আই, ডাবল উইং, ফিশ আই স্টাইলে কাজল দেওয়ার স্টাইল কিশোরীদের মধ্যেই বেশি জনপ্রিয় বলে জানালেন রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী। যাঁদের বয়স একটু বেশি, তাঁরা খুব একটা টেনে কাজল দিতে পছন্দ করেন না। ট্রেন্ড কী চলছে, তারচেয়ে নিজেকে কোনটায় মানায়, সেদিকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত।



আপনার মূল্যবান মতামত দিন: