মণিরামপুরের কবি "এম. মাহবুব মুকুল" এর কবিতা "একুশের সকাল"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫১

ছবি সমসাময়িক
 

একুশের সকাল এম. মাহবুব মুকুল

আগুনের পাখা মেলেছিল তব বাঙালির চোখের তারায়, দুরন্ত গতিতে সম্মুখে নবীন, বুকেতে নাই ভয়। অজানা সংশয়, কী জানি কি হয়! বাঙালির হৃদয়। অসম সংকট; অবনিপাতে আসমান - জমিনে বজ্রপাত, শতশ্রদ্ধীয় মাতৃভাষায় পাক জান্তার পদাঘাত। কেঁপে ওঠে দেশ, ছাত্র - জনতার হাত মিছিলে মিছিলে প্রভাত। নির্যাতন নিপীড়ন, সন্ধ্যা আইন, ১৪৪ ধারা , উর্দু ঘোষণা। মানিনা ! মানিনা ! তোমার স্বৈরতন্ত্র মানিনা। ঢাকার রাজপথে। বাংলার অবমাননা আমরা মানিনা। প্রভাত ফেরিতে চলে, দলে দলে । রাষ্ট্রভাষা বাংলা চাই, আমরা বাংলার, আমরা বাঙালির, আমাদের ভয় নাই। আমরা ভীরু,দুর্বল, কাপুরুষ নই। বাংলাভাষা বাঙালির চাই। স্বৈরসামরিক জান্তার গুলিতে বাংলার বুক হলো লাল, হাজার বছরের ঐতিয্যের মাঝে তুলেছিল দেয়াল। বাঙালির বিজয়; বাংলার সুফল একুশের সকাল। রফিক শফিক জব্বার বরকত কত নবীনের তাজা রক্ত, আমাদের স্বাধীনতা, বিজয়ের পথকে করেছে শক্ত। ভাষার আঘাতে জাতি হলো বিভক্ত, আমরা বাংলার ভক্ত। একুশের প্রভাত ফেরিতে আজও ফুল নিয়ে চলি নগ্নপায়ে, গভীর মমতায় স্মরণ করি শহীদ মিনারে দাঁড়িয়ে। ভক্তি শ্রদ্ধা ভালোবাসার ফুল দিয়ে একুশের সকালে। তোমাদের স্মরণে আজও লাক্ষকোটি বাঙালি শহীদ মিনারে, ফুলহাতে , নগ্নপায়ে, প্রভাত ফেরিতে একই কাতারে। একুশ বাঙালির প্রণের ঘরে, ভালোবাসি শ্রদ্ধাভরে।




আপনার মূল্যবান মতামত দিন: