কবিতার নাম- অবাস্তব কল্পনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মে ২০২১ ১২:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২১ ১২:০৪

ছবি সমসাময়িক

অবাস্তব কল্পনা মোঃ শা হ্ জা লা ল।।

------------------------?------------------- তুমি যদি নীল আকাশের মতো কভূ হতে, নদীর মতো হারিয়ে যেতে বালু বেলার স্রোতে। নিজের মনে হারিয়ে যেতে অন্য নদী তটে, বহু দুরের কোন এক দ্বীপের সন্নিকটে। তবেই তুমি পারতে হতে - আকাশ কিংবা নদী, তুমিতো নও তাদের মতো, তুমি অন্য জলধি।

ঝর্ণা হতে পারতে যদি চঞ্চলা যার মন, কিংবা বনের হরিণ হয়ে মাতিয়ে যেতে বন, পাহাড় থেকে আসতে নেমে সবুজ ছুঁয়ে ছুঁয়ে, তপ্ত রোদে প্রাণ জুড়াতো গাছের তলে শুয়ে, তুমিতো নও তাদের মতো চঞ্চলা আর বুনো, তুমিতো সেই আমার মতো একচালা ঘরকুনো।

গভীর রাতে তুমি যদি মোহন বাঁশি হতে, জোছনা জলে ভেসে আসা ফুলের গন্ধ পেতে। নিশিরাতে বাজতো কানে মন বিরহের গান, শিশির জলে পড়তো ঝরে ফুলের অভিমান। ভেবে নিতাম তুমিই ঘ্রাণ কিংবা মাতাল সুর, কিছুই তুমি হওনি বলে হৃদয়টা ভাংচুর। -০-




আপনার মূল্যবান মতামত দিন: