মণিরামপুরে ইউপি নির্বাচনে ৯১২ জনের মনোনয়ন সংগ্রহ: এক নজরে কোন ইউনিয়নে কত'জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১ ০৯:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২১ ০৯:২৭

ছবি সমসাময়িক

মোঃ শাহ্ জালাল।।

সারাদেশের ন্যায় প্রথম, দ্বিতীয় ধাপের পর ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিরামপুর উপজেলায় ১৭টি ইউনিয়নের ভিতর ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন। মনোনয়ন সংগ্রহ ও জমা দানের সময় শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (২ নভেম্বর)। এরইমধ্যে রোববার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে ৯১২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। যাদের মধ্যে চেয়ারম্যানপদে নারী পুরুষ মিলে ৮৭ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৭৮ জন ও সাধারণ পুরুষ সদস্যপদে রয়েছেন ৬৪৭ জন। মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশাপাশি দলের বিদ্রোহী, বিএনপির স্বতন্ত্র, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। রোববার দুপুর ১২টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ৮ জন রিটার্নিং কর্মকর্তার অফিস ঘুরে এমন তথ্য মিলেছে। খোঁজ নিয়ে পাওয়া গেছে, ১ নং রোহিতা ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১১ জন ও সাধারণ সদস্যপদে ৪৬ জন মনোনয়ন কিনেছেন। ২ নং কাশিমনগ ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৫ জন, নারী সদস্যপদে ৯ জন ও সাধারণ সদস্যপদে ৩৬ জন, ৩ নং ভোজগাতী ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্যপদে ১১ জন ও মেম্বরপদে ৩৫ জন। ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৫ জন, নারী সদস্যপদে ১৩ জন ও মেম্বরপদে ৩৯ জন মনোনয়ন কিনেছেন। ৫ নং হরিদাসকাটিতে চেয়ারম্যানপদে ৭, নারী সদস্যপদে ১২ ও মেম্বরপদে ৪১ জন, ৬ নং মণিরামপুর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৪ জন, নারী সদস্যপদে ১০ জন ও মেম্বরপদে ৩৩ জন, ৭ নং খেদাপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৭ জন, নারী সদস্যপদে ৯ জন ও মেম্বরপদে ৫০ জন, ৮ নং হরিহরনগর ইউনিয়নে মামলা জনিত কারণে নির্বাচন হচ্ছে না। ৯ নং ঝাঁপায় ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্যপদে ৯ জন ও মেম্বরপদে ৩৮ জন মনোনয়ন নিয়েছেন। ১০ নং মশ্মিমনগর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৪ জন, নারী সদস্যপদে ১০ জন ও মেম্বরপদে ৪৯ জন। ১১ নং চালুয়াহাটি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্যপদে ১৬জন ও মেম্বরপদে ৪৩ জন। ১২ নং শ্যামকুড় ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৪ জন, নারী সদস্যপদে ১১ জন ও মেম্বরপদে ৬০ জন। ১৩ নং খানপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৮ জন, নারী সদস্যপদে ১০ জন ও মেম্বরপদে ৪৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ১৪ নং দূর্বাডাঙা ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্যপদে ১২ জন ও মেম্বরপদে ৩৬ জন। ১৫ নং কুলটিয়ায় ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৭ জন, নারী সদস্যপদে ১৫ জন ও মেম্বরপদে ৩৬ জন, ১৬ নং নেহালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ৩ জন, নারী সদস্যপদে ১১ জন ও মেম্বরপদে ৩৬ জন। ১৭ নং মনোহরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ২ জন, নারী সদস্যপদে ৯জন ও মেম্বরপদে ২৬ জন মনোনয়ন কিনেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: