মাগুরা সদর ইউপিতে, ৯টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ১টিতে হাতপাখা জয়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১ ১৯:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১ ১৯:১৮

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দুইটিতে স্বতন্ত্র হয়ে লড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে ইসলামী আন্দোলনের নেতা জয় পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ হোসেন বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নৌকা প্রতীকে... রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, মঘি ইউনিয়নে হাচনা হেনা, জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, গোপালগ্রাম ইউনিয়নে নাসিরুল ইসলাম মিলন, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান, কছুন্দি ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, এবং আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর হয়ে বিজয়ী হয়েছেন, বেরইল পলিতা ইউনিয়নের... আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক (রাজা) এবং কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুর রহমান টিপু। এছাড়াও শত্রুজিৎপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মওলানা ওসমান গণি জয় পেয়েছেন । গতকাল সীমান্ত জটিলতার কারণে বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, হাজীপুর ও হাজরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী মোজাহারুল ইসলাম (আখরোট) এবং কবির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সকাল থেকে মাগুরা সদরের ১২টি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোটারেরা তার ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মূল্যবান মতামত দিন: