কবি অলিয়ার রহমানের কবিতা "বন্দি জোনাকি জীবন"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০ ১৮:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০ ১৮:৫৭

ছবি সমসাময়িক

বন্দি জোনাকি জীবন অলিয়ার রহমান

অদৃশ্য এক সুতোয় বন্দি হয়ে আছে আমাদের মুখরিত চারপাশ, অরুণ আলোর ভোর, জোছনা ভেজা রাত, ফুলের গন্ধে মাতাল দখিনা বাতাস, চড়ুই পাখির চঞ্চলতা, দোয়েল পাখির শিস- সবকিছুই বন্দি হয়ে আছে অনাকাঙ্খিত এক অদৃশ্য ফ্রেমে। অদ্ভুত এক ব্যাস্ততা আমাদের টেনে নিয়ে গেছে এক নৈরাজ্যের পৃথিবীতে - যেখানে দু'য়ে দু'য়ে চার মিলাতে গিয়ে আমাদের চোখের নীচে কালি পড়ে যায়। সেই পৃথিবীতে চিরতরে অচেনা হয়ে যায় ভাদ্রের ভরা পূর্ণিমার চাঁদ, অবহেলিত হয়ে যায় - মা, মাটি আর মানুষের প্রেম। অসহায় শেওলার মতো বাঁধাহীন ভেসে চলে যায় আমাদের সামগ্রিক বিবেকবোধ, এক অসহ্য শব্দ দূষণে ভালবাসার আগেই বাতাসে মলিন হয়ে যায় নিপীড়িত কণ্ঠস্বর। আলোর আশায় সারারাত জেগে থাকা মানুষগুলো নিজের অজান্তেই ঢুকে পড়ে একটা অচেনা কৃষ্ণ গহ্বরে, চিরতরে বন্দি হয়ে যায় - আমাদের কাঙ্খিত জোনাকি জীবন।




আপনার মূল্যবান মতামত দিন: