কবিতার নাম- "যদি দেখা হয়"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১ ২০:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১ ২০:০২

ছবি সমসাময়িক

যদি দেখা হয়               মোঃ শাহ্ জালাল

আজ থেকে দুইযুগ পরে কোন একদিন যদি দেখা হয়ে যায় পথ চলতে চলতে পথের ধারে, না দেখার ভান করে কিছুদূর এগিয়ে- আবারো চাইব ফিরে, তুমি নাহয় হাঁটলে নিজের মত করে।
আজ থেকে দুইযুগ পরে কোন একদিন যদি দেখা হয়ে যায় মুখোমুখি ক্ষণিকের তরে, চোখে চোখ রেখে না জেনেই মনের খবর চলে যাব নিজেদের পথে ব্যস্ততার ভান করে।
আজ থেকে দুইযুগ পরে কোন একদিন যদি দেখা হয়ে যায় কলেজের বারান্দায়, ছেলে,মেয়েদের সমাবর্তনের আনন্দ মেলায় অস্বস্তিতে দুজনের পথ দুদিকে যাবে বেঁকে।
আজ থেকে দুইযুগ পরে কোন একদিন জানি হবে না; যদিওবা হল দেখা জানি সময়ের ব্যস্ততার ভারে নুয়ে মৃদু হেসে পাশ কাটাবো একে অপরের অতীত।
আজ থেকে দুইযুগ পরে কোন একদিন হয়ত দেখব তোমায় ব্যস্ত দিনের ব্যস্ততায়, চলেছ রিকশার হুড তুলে হাসি হাসি মুখ করে! সাদা চুল,হাতে লাঠি এমন কারো হাত রেখে হাত।
আজ থেকে দুই তারও দুইযুগ পরে কোন একদিন যদি দেখা হয় কোন হাসপাতালে বিছানায় স্বামী হারানোর বেদনায় স্বজন হীন একা একি নীরঘুম রাতে স্বপ্নের মহিমায় মনে পড়বে আমায়!



আপনার মূল্যবান মতামত দিন: