বিজয়ের দিনে ট্রাক্টরের ধাঁক্কায় অকালে প্রাণ দিতে হল তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ০৬:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ০৬:০৫

ছবি সমসাময়িক
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া নামের ৮ বছরের এক স্কুল ছাত্রী নিহত। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চিরিরবন্দর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের ৫নং আব্দুলপুর ইউনিয়নের আখিরের দাঁড়া এলাকায়। নিহত  সুমাইয়া (৮) উপজেলার নান্দেড়াই গ্রামের ফকিরপাড়া এলাকার মনজের আলীর কন্যা। সুমাইয়া ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী। জানা গেছে, ১৬ই ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়ে সে স্কুল চলে যায়। স্কুল থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষা করছিলো। এসময় উপজেলার ঘুঘুরাতলী হইতে একটি মাটি বোঝাই ট্রাক্টর হাজীর মোড় যাওয়ার পথে বেপরোয়া গতিতে সুমাইয়াকে ধাঁক্কা দিলে পরে যায় সুমাইয়া এবং মাটি বোঝাই ট্রাক্টরের চাঁকায়  পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমাইয়া। উপস্থিত জনতা ট্রাক্টরটিকে আঁটক করলেও চালক পালিয়ে যায়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: