কুয়াদায় পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২ ১৮:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২ ১৮:১২

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের কুয়াদায় ঢাকুরিয়া রোডে পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কর্ণার শুভ উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন গাজী। শুক্রবার সন্ধ্যায় কুয়াদা ঢাকুরিয়া রোডে পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধো কর্ণার শুভ উদ্ভোধন করা হয়। জানাযায়, এই পাবলিক লাইব্রেরিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশ প্রেমসহ সার্বিক কর্মকান্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টির জন্য “বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার” স্থাপন করা হয়েছে। এ কর্নারের উদ্দেশ্য হলোন শিক্ষক-কর্মকর্তা সহ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা। এ কর্নারে আছে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ বইসহ ঐতিহাসিক বিষয় নিয়ে সাজানো হয়েছে। এই অনুষ্ঠানের সভাপত্বিত করেন কুয়াদা পাবলিক লাইব্রেরির সভাপতি শল্য শেখর মণীষ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামীম রেজা,রিয়াদ হোসেন, কোষাদক্ষ সাদ্দাম হোসেন। এই সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন গাজী, সাংবাদিক শামিম হোসেন ৩নং ভোজগাতীর ইউ,পি সদস্য সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউ,পি সদস্য বিউটি রাণী দাস, মৈত্রী রক্তদান কেন্দ্রের সভাপতি মাজহারুলসহ প্রমুখ


আপনার মূল্যবান মতামত দিন: