পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফজলুল করিম চৌধুরী আর নেই

সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রামঃ- | প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৬:০০

সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রামঃ-
প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৬:০০

ফাইল ফটো

পটিয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম ফজলুল করিম চৌধুরী (এডভোকেট) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার পটিয়ার কচুয়াই আজিমপুর আলী আকবর চৌধুরী জামে মসজিদ মাঠে ৫.৩০ মিনিটে তার প্রথম নামাজে জানাজা ও একই স্থানে বাদে এশা ২য় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাষ্টার, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আ'লীগ সভাপতি আকম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, কচুয়াই ইউনিয়ন আ.লীগ সভাপতি মুছা খাঁন, সাধারণ সম্পাদক অঞ্জন বিশ্বাস জাতীয় পাটি কচুয়াই ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দীন মজুমদার, পটিয়া প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাবেক কমিশনার হাসান মুরাদ, সাবেক আবদুল খালেক, সাবেক আবদুল মান্নান, সাবেক ছাএনেতা ডাক্তার খোরশেদ আলম ও মোস্তাক আহমদ পৃথকভাবে

গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




আপনার মূল্যবান মতামত দিন: