কেশবপুরে নাগরিক সমাজের শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও আলোর মিছিল

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৯:৫৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৯:৫৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে কেশবপুরে নাগরিক সমাজের আয়োজনে শহরের ওয়ার্ড অফিসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। নাগরিক সমাজের সভাপতি এ্যাড. আবুবক্কর সিদ্দিকী"র সভাপতিত্বে এবং প্রথম আলো পত্রিকার সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় বক্তব্য দেন যুগান্তরের কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহার হোসাইন,পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার, সাংবাদিক ইব্রাহিম রেজা, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সভাপতি সৈয়দ আকমল আলী, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল,ওয়ার্কাস পার্টির কেশবপুর শাখার সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক রবিউল আলম, ছাত্র মৈত্রী, কেশবপুর উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার বাবর বাঁধন প্রমূখ।
অনুষ্ঠান শেষে একটি আলোর মিছিল নিয়ে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের "যুদ্ধভাসান’ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: