পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা তাজুর মুল্লুকের স্বরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা পটিয়া।। | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩

নিজস্ব সংবাদ দাতা পটিয়া।।
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩

ছবি- নিউজ প্রতিনিধি।

পটিয়ার বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের সংগঠক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুকের শোক সভা শনিবার (১৮ ফেব্রুয়ারি ) বিকেলে পটিয়া ক্লাব মিনি হলে অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া গৌরব সংসদের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট কবি শেখর নাথ পিন্টু। সংগঠনের সদস্য সচিব আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু। শোকসভায় বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জেলা সিপিবি সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, উপজেলা সিপিবি সভাপতি অলক দাশ, এডভোকেট আশীষ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, সংস্কৃতিকর্মী সরিৎ চৌধুরী সাজু, শিক্ষক প্রতাপ বড়ুয়া, ছড়াকার হামিম রায়হান প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রয়াতের পুত্র রবিউল হোসেন রুবেল।

সভায় বক্তারা বলেন, তাজুর মুল্লুক নিজে প্রগতিশীল রাজনীতিতে যুক্ত ছিলেন, পরিবারের সকল সদস্যকে প্রগতিশীল রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, প্রেরণা যুগিয়েছেন। পটিয়ার সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক অবদান আগামী দিনের প্রগতিশীল আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থাকবে।




আপনার মূল্যবান মতামত দিন: