মাগুরায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।। | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ০২:৪৭

মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।।
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ০২:৪৭

দৈনিক সমসাময়িক ফটো।

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। জেলা প্রশাসন দিবসটি পালনে বিস্তারিত কর্মসুচি গ্রহন করে। কর্মসুচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে পুস্পস্থবক অর্পন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এছাড়া আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও পুরস্কার বিতরন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল,জাতির শান্তি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির গীর্জা ও উপাসনালয়ে প্রার্থনা,হাসপাতাল জেলখানা সরকারি শিশু পরিবার ও এতিম খানায় উন্নত মানের খাবার বিতরণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আয়োজন, মহিলাদের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত।




আপনার মূল্যবান মতামত দিন: