বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মণিরামপুরে প্রতিবাদ মিছিল, পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতার শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০ ১৪:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০ ১৪:০৯

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। কুষ্টিয়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মিছিল করেছে মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ । সোমবার পৌর শহরে মিছিলটি প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌরসভা মেয়র মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, কাজী টিটো, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল, মাহাবুর হোসেন, জাকির হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট ধর্মান্ধ মৌলবাদগোষ্ঠী জনমণে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বোঝে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৌলবাদীদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু তারা নিজেদের সংশোধন করেনি। এখনও দেশের বিরুদ্ধে তারা কর্মকান্ড চালানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না যে দেশের জনগণ তাদের মিথ্যা ধর্মীয় লেবাস পরে উস্কানীমূলক কর্মকান্ড বরদাশত করবে না। জাতির পিতার ভাস্কর্য আমাদের দেশের একটি গৌরবময় ইতিহাসের অংশ। কোন বাধাই তা প্রতিহত করতে পাবরে না। পরে মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশি আসাদুজ্জামান আসাদের পক্ষে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়। পৌর এলাকায় নারী-পুরুষের মিছিল সহকারে নানা ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে আসাদুজ্জামান আসাদের মনোনয়নের দাবীতে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মূল্যবান মতামত দিন: