মুক্তিযোদ্ধা আবদুর রশিদের সন্মানী ভাতা বন্ধ হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ১০:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ১০:৫৬

ছবি সমসাময়িক
পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ--চট্টগ্রামের উপজেলার উপজেলার শাহমীরপুর এলাকা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পরিবারের নানান অভাব অনটনে দিনপাত করছেন। এমনকি বীর মুক্তি যোদ্ধা আবদুর রশিদ এর প্রাপ্য সন্মানি ভাতা বন্ধ দেড় বছর যাবত। ভাতা বন্ধ হওয়ায় মুক্তি যোদ্ধা পরিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসারসহ সরকারে বিভিন্ন দপ্তর ঘুরাঘুরি হয়রান। অবশেষে গত ২১ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে সন্মানি ভাতা পুনরায় চালুর দাবি জানিয়ে একটি লিখিত আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মোহাম্মদ হোসেন। কেন তার পিতা মুক্তি যোদ্ধা সন্মানি ভাতা বন্ধ এর প্রতিকার চেয়ে অভিযোগ তুলেন। সুএে জানাযায়, পশ্চিম পটিয়া শাহমীরপুর গ্রামের বাসিন্দা ছিলেন মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রশিদ। তিনি গত ৪ মে ১৯৯৮ সালে মৃত্যু বরণ করেন। ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা স্ত্রী আনোয়ারা বেগম । কিন্তু এর পর থেকে আর কোন সন্মানি ভাতা পাচ্ছেন না বীর মুক্তি যোদ্ধা আবদুর রশিদ এর স্ত্রী আনোয়ারা বেগম। অসহায় পরিবারটি ১২ জন ছেলে মেয়ে নিয়ে কোনরকম কষ্টে জীবন যাপন করছেন তিনি। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পরিশোধ নং- ১৩০/২০০৬, পরে সোনালী ব্যাংক রশিদ নং- ৬৮৬৮২৫, সঞ্চয় হিসাব নং- ২০৬৯৪ মাধ্যমে ২০২০ সাল পর্যন্ত পাওরা ডকুমেন্ট মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় রে সাময়িক সনদপত্র স্মাকর নং- ১৮/২০০২/১২০৫/৫৭৩৮৬, মৃত্যু সনদ সহ উপজেলা নিরবাহী অফিসার রিসিভ কপি রয়েছে। অজ্ঞাত কারণে বীর মুক্তি যোদ্ধা আবদুর রশিদ এর সন্মানী ভাতা গত দেড় বছর বন্ধ রয়েছে সংশ্লিষ্ট কেউ মুখ খুলছে না। বিষয়টি মানবিক বর্তমান সরকার মুক্তি যোদ্ধাদের অগ্রধীকার দিয়ে আসছে। আনোয়ার বেগম অভিযোগ করে বলেন, আমরা খুব কষ্টে আছি হঠাৎ আমার মরহুম স্বামী আবদুর রশিদ এর মুক্তিযোদ্ধা সন্মানি ভাতা বন্ধ করে রেখেছে। বিষয়টি মুক্তিযোদ্ধা মন্রানালয় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক কাছে জানতে চাইলে তিনি বিষয়টি শিকার করেন এবং তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।
ছবির ক্যপশনঃ- মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ ও তার স্ত্রী আনোয়ার বেগম।



আপনার মূল্যবান মতামত দিন: