একজন মুক্তিযোদ্ধার যোগ্য সন্মান না পাওয়ার বেদনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ০৩:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ০৩:৪৩

ছবি সমসাময়িক
আজাদ মামুর (নহাটা, মাগুরা) ওয়াল থেকে।। আজ সকাল বেলা ঘুম থেকে ওঠার পর ফেসবুক টা ওপেন কারার সাথে সাথে একটা মৃত্যুর সংবাদ দেখতে পেলাম। মৃত্যুর সংবাদ টা দেখ একটু আপসেট হয়ে গেলাম,তারপর ১০ মিনির মত বেডের উপর বসে,থাকলাম। ছোট বেলার কথাগুলো মনে পড়ে গেলে অনেক কিছু ভাবলাম, যে কি প্রবাস জীবন আপনজন , পরিচিত-জন আত্নীয়-স্বজন,পাড়া- প্রতিবেশী কেউ মারা গেলে আমরা শেষ দেখাটাও দেখতে পারি না। আপসেট লাগে নিজের কাছে তখন। ময়েন দাদা নারান্দিয়া বাড়ি ওনার কথা গুলো মনে পড়ছে খুবই আজ, ছোট বেলা শুধু ঘুমানো সময়টা বাদে বাকি সময়টা বাজারে পার করতাম। ওনি বাজারে আসলেই দেখা হলো ১/২ ঘন্টা বিভিন্ন ধরনের গল্প বলতো, বিশেষ করে ওনার কাছ থেকে মুক্তি যুদ্ধের গল্প শুনতাম। আমাদের রাইস মিলে ধান ভাঙ্গাতে আসলে, কখনও সেলিম কাকার দোকানে বসে। ওনি বলতো তোমার দাদা আমার একজন প্রিয় মানুষ ছিলো, যুদ্ধের সময় আমাকে অনেক সহযোগিতা করতো, ওনি বলতো তোমার দাদাও একজন মুক্তি যোদ্ধা। ওনার মুখে শুনতাম গঙ্গারামপুর নাকি আর্মির ক্যাম্প ছিলো, ওখানে মানুষ ধরে নিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করতো। আরও অনেক গল্প যা লিখে শেষ করা যাবে না, মানুষটি চলে গেলো না ফেরার দেশে, মহান আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। একটা বাস্তব সত্য যে প্রকৃত অর্থে সঠিক মানুষ মূল্যয় নেই আজ সমাজে উনি তাদের মধ্যে একজন, দেশের জন্য যুদ্ধ করে নিজের নাম মুক্তিযুদ্ধার তালিকায় দেখার জন্য ঘুরেছেন মানুষের কাছে, জীবনের শেষ ইচ্ছা ছিল নিজের নাম মুক্তিযুদ্ধাদের তালিকায়। জীবনের শেষ ইচ্ছা টা পূরণ হলো না সপ্তাহ না ঘুরতেই তিনি আজ ওপারের বাসিন্দা হয়ে গেলেন, রাষ্ট্র আপনাকে স্বীকৃতি না দেওয়ায় হয়তো আপনি অনেক কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন, রাষ্ট্র আপনাকে স্বীকৃতি না দিলেও, আপনি থাকবেন এই দোয়া করি। নহাটা/ বাংলাদেশ অনেক মানুষ আছে যার যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা আপসোস লাগে। এই আপসোসের সত্যিই শেষ কোথায়, কেন বাংলাদেশে আজ মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন হয় না! কেন টাকার কাছে যোগ্য/সঠিক মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সন্মান পাবে না। জাতি_কি_আজ_সত্যিই_নিরলজ্জ?


আপনার মূল্যবান মতামত দিন: