মণিরামপুরের প্রথম মন্ত্রী- শরৎচন্দ্র মজুমদার 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১ ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১ ১৭:১৫

ছবি সমসাময়িক
 

দৈনিক সমসাময়িক ডেস্ক।।

শরৎচন্দ্র মজুমদার ১৮৯৭ সালের ১৪ সেপ্টেম্বর যশোরের মণিরামপুর  উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা দর্পনারায়ন মজুমদার চাঁচড়ার জমিদারের নায়েব ছিলেন। শরৎ মজুমদার ১৯২০ সালে মশিয়াহাটি স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তর্ণ হন। এরপর ১৯২৫ সালে স্নাতক পাশ করেন। যশোর সদর মহাকুমার মধ্যে তিনিই নমঃশূদ্র সম্প্রদায়ের মধ্যে প্রথম গ্রাজুয়েট এবং বৃহত্তর যশোর জেলায় ওই সম্প্রদায়ের মধ্যে তৃতীয় গ্রাজুয়েট (প্রথম গ্রাজুয়েট ঝিনাইদ মহাকুমার শ্রী রসিকলাল বিশ্বাস, দ্বিতীয় মশিয়াহাটি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক নড়াইল মহাকুমার শ্রী অনন্ত কুমার বিশ্বাস)। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে শরৎচন্দ্র মজুমদার আইন সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। ১৯৫৫ সালে তিনি লবন ও আবগারি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই মন্ত্রী সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতি দমন দপ্তরের মন্ত্রী ছিলেন।  মান্দার মজুমদার এবং শরৎচন্দ্র মজুমদার দুই ভাই ছিলেন। শরৎচন্দ্র মজুমদার কিছুদিন উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্বাধীনতা যুদ্ধের সময় শরৎচন্দ্র মজুমদার স্বপরিবারে ভারতে চলে যান। ভারতের পশ্চিমবঙ্গের দোগাছিয়ায় বসবাস করতে থাকেন। ওই সময় তিনি আলীপুর কোর্টে আইন পেশা শুরু করেন। সেখানে তার একমাত্র পুত্র রজত মজুমদার এবং দুই মেয়ে টুকু মজুমদার ও টুনি মজুমদার আছেন। শরৎচন্দ্র মজুমদার ১৯৮৯ সালের ১৫ অক্টোবর ইহলোক ত্যাগ করেন।

লেখক,

হিদুজ্জামান মিলন।

শিক্ষক, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সদর যশোর।




আপনার মূল্যবান মতামত দিন: